Skip to content

১০ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কবিত্ব শক্তি

কবিতা অনেক কিছু শেখা,
কবির কাজ কবিতা লেখা।
নিত্য ন্যায্য চিনে নিতে,
সবকিছু মুক্তি দিতে।

কবেকার কবি,
ভেসে ওঠে ছবি।
পৃথিবীটা যে মুঠোয় তাঁর,
ছন্দে ছন্দে আসে বার-বার।
মেকি সবই যায় পুড়ে,
অন্যায় যে চলে দূরে।
সমাজেতে তাঁরা,
দিয়ে উঠে সাড়া!

দেশের জন্য অনেক করে,
প্রয়োজনে তারাও যে মরে।
গায় দেখো সত্য গান,
দিয়ে তাঁরা মন প্রাণ।
বিশ্বজুড়ে তুলে
তাঁরা সব মূলে।

আনে তাদের সে সত্য বাণী,
চোখের তরে এসেছে পানি।
চলে ন্যায় কথা নিয়ে,
লেখে কাব্য ভাষা দিয়ে,
সত্য পরে তাঁরা
দিয়ে উঠে সাড়া!

অনন্যা/জেএজে

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ