Skip to content

৭ই জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এসো স্বাধীনতার কথা বলি

এসো স্বাধীনতার কথা বলি
সোনালী স্বপ্নের পথে চলি
এসো দ্বিধা দ্বন্দ্ব সব ভুলে
সবাই ঐক্যের কথা বলি,

 

এসো সংকীর্ণতা  মুছে ফেলে
প্রিয় দেশটাকে ভালবাসি
এসো সোনার বাংলা গড়ি
এসো স্বাধীনতার কথা বলি,

 

এসো রক্তের ঋণ শোধ করি
সঠিক ইতিহাস তুলে ধরি
এসো সুন্দরের সাথে থাকি
রক্তভেজা স্বাধীনতার কথা বলি।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ