পরির খোঁজে

বাবা মায়ের মুখে যখন
শুনি পরির কিচ্ছা
পরিকে ভাই কাছে পেতে
মনে জাগে ইচ্ছা।
পরি নাকি খুবি সুন্দর
তার পিঠেতে ডানা
পরির খুঁজে বনে যেতে
মায়ে করে মানা।
এই পরি তো সেই পরি না
মাটির দেশে বাসা
কবে যে ভাই পূরণ হবে
আমার মনের আশা।
পরির খোঁজে এখন আমি
দেশ দেশান্তর ঘুরি
নসিব থাকলে পেতেও পারি
ডানা কাটা পরি।
পরির কথা মনে পড়লে
মন বসে না কাজে
পরির ছবি যখন দেখি
মরি আমি লাজে।