শরৎ এলে আবদুল লতিফ প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৪:৫৪ পিএম শরৎ আসে গান কবিতায়আসে কাশের বনেশরৎ আসে দূর্বা ঘাসেআসে নীল গগনে।শরৎ আসে সাদা মেঘেরভেলায় ভেসে ভেসেশরৎ আসে জুঁই শেফালীপদ্ম ভালবেসে।শরৎ এলে পুকুর বিলেশাপলা শালুক হাসেতালের পিঠার মিষ্টি সুবাসহাওয়ায় হাওয়ায় ভাসে। Share