সবাই থেকেও কেউ নেই
আমার অনেক বন্ধু আছে
আছে অনেকজন
তবু ভিড়ের মধ্যে হাঁটছি আমি,অন্য কোথাও মন।
সবাই আছে কিন্তু আমার নেই একজন ‘আমার’
প্রয়োজনে আছি তবে,অপ্রয়োজনে চাই যে আমি নেই সে যে আমার।
কান্না পেলে আসিস কাছে দিবো তোকে হাসি
যন্ত্রণা কে কান পেতে শুনতে আমি রাজি
সাফল্যে অনুপ্রেরণা
ব্যর্থতায় তোর সাহস
এ সব আমার কল্পনায় সই,
অকল্পনায় কেউ মিলে না এই কথাটিই আসল।
অনন্যা/এসএএস