Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

শরতের ফুল

পূর্ব আকাশ লাল হয়ে যায়
মোরগ ফুলের মতো,
শিউলি ফুলের মেলা বসে
দূর্বাঘাসে শত।

শাপলা- শালুক, বিলে- ঝিলে
তারার মতো ফোটে,
বেলি ফুলের মিষ্টি সুবাস
প্রেমের আবেশ ঠোঁটে।

মোহিনিরূপে কাশফুলেরা
নদীর ধারে দোলে,
মটরশুঁটি হলুদ-গাঁদা
ঘোমটাখানি খোলে।

জবা, টগর, জুঁই, কামিনীর
সুবাস শাখে শাখে,
নয়নতারা, ধুতরা, ঝিঙে
ফুল কাননে ডাকে।

দোলনচাঁপা, পদ্ম, ছাতিম
সবুজ পাতার ফাঁকে,
মাধবী তার লতায়-পাতায়
মায়ায় জড়ায় রাখে।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ