Skip to content

৬ই জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

মীরা

প্রভাতের মত তুমি স্নিগ্ধ সুন্দর প্রেমময়
তুমি ঘাসের ডগায় জমে থাকা এক বিন্দু শিশির
তোমার হৃদয়টা যেন খোলা আকাশের মত সুমহান
যেন গোলাপ বাগান গন্ধ ছড়াচ্ছে পৃথিবীর বুকে।

তুমি কোটি নারীর মাঝে এক উজ্জ্বল তারা
তোমায় দেখে দিশেহারা রমনী পাই বাঁচার রসদ
ডানা মেলে উড়ে ছায়া দাও বিপদগ্রস্ত যাদের
তুমি স্বর্গ দেবীর মত বিশুদ্ধ সুন্দর আর মায়াময়।

তোমার চোখ দুটি স্বচ্ছ শীতল সরোবর
চেয়ে আছে আমার চোখে ভালবাসার দৃষ্টিতে
শত জনমে আমার হৃদয়ে ফোঁটা পদ্মফুল
তুমি আমার ভালোবাসার মীরা,,,,।


ডাউনলোড করুন অনন্যা অ্যাপ