Skip to content

২রা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিজয় দিবসে

একাত্তরের ডিসেম্বরে
ষোলো তারিখ আসে যখন,
নয়টি মাসের যুদ্ধ শেষে
বীর বাঙালি হাসে তখন।

আকাশজুড়ে সেদিন ছিল
রক্তমাখা স্বাধীন-রবি,
বিজয় নামের কাব্য লেখে
মুজিব নামের শ্রেষ্ঠ কবি।

যতদিন এই বিশ্ব থাকে
উড়বে সবুজ-লাল পতাকা,
আমার দেশের সোনার ছবি
মানচিত্রেই আছে আঁকা।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ