বিজয় দিবসে
একাত্তরের ডিসেম্বরে
ষোলো তারিখ আসে যখন,
নয়টি মাসের যুদ্ধ শেষে
বীর বাঙালি হাসে তখন।
আকাশজুড়ে সেদিন ছিল
রক্তমাখা স্বাধীন-রবি,
বিজয় নামের কাব্য লেখে
মুজিব নামের শ্রেষ্ঠ কবি।
যতদিন এই বিশ্ব থাকে
উড়বে সবুজ-লাল পতাকা,
আমার দেশের সোনার ছবি
মানচিত্রেই আছে আঁকা।