হেমন্তের হাসি

আমন ধানের সোনা রঙে
হেমন্তকাল আসে
শিউলিতলা শিশির ভেজা
ফুলের গন্ধে ভাসে।
হালকা হালকা কুয়াশা আর
জোছনা রাতের হাসি
কি অপরূপ রূপে সাজে
হেমন্তকাল আসি।
নানান রঙের রঙ্গিন ফুলে
প্রজাপতির মেলা
মিষ্টি হাসি নরম রোদের
চিকচিক ভোরের বেলা।
মাঠে মাঠে সোনালী ধান
দেখলে জুড়ায় মন-প্রাণ
ঘরে ঘরে পিঠা-পায়েস
নবান্নের-ই ঘ্রাণ।