মায়ের আদর

আমি মায়ের ছোট্ট মেয়ে
নামটি আমার আঁখি,
আদর করে মা আমাকে
ডাকে সোনা পাখি।
আমি যখন মায়ের সাথে
মান-অভিমান করি,
খুব বকা দেয় মা আমাকে
তখন বলি সরি।
সরি বলার সাথে সাথেই
খুশিতে মা হাসে,
আদর করে কোলে নিয়ে
অনেক ভালোবাসে।
ছাদির হুসাইন ছাদি প্রকাশ:
আমি মায়ের ছোট্ট মেয়ে
নামটি আমার আঁখি,
আদর করে মা আমাকে
ডাকে সোনা পাখি।
আমি যখন মায়ের সাথে
মান-অভিমান করি,
খুব বকা দেয় মা আমাকে
তখন বলি সরি।
সরি বলার সাথে সাথেই
খুশিতে মা হাসে,
আদর করে কোলে নিয়ে
অনেক ভালোবাসে।