শীতের কুয়াশা
পৌষ আর মাঘে শীতের কুয়াশা
ঢেকে দেয় মাঠ-ঘাট,
কনকনে শীতে মাদুর বিছিয়ে
শিশু করে বই পাঠ।
কুয়াশায় ঢাকে হলুদ সরিষা
নতুন ধানের চারা,
রবিশস্যের জমিতে কুয়াশা
হাসে যে বাঁধনহারা।
কুয়াশায় ভিজে খেজুরের রস
সংগ্রহ করে গাছি,
শিমের মাচায় কুয়াশারা মিলে
করে কত নাচানাচি।
সকাল গড়িয়ে দুপুর এলেও
মেলে না রবির দেখা,
কুয়াশার সাথে আড়ি দিয়ে রবি
আকাশে লুকায় একা।