শরৎ প্রাতেঃ
শরৎ প্রাতেঃ দূর্বাদলে
জমেছে মুক্তোবিন্দু,
বাড়ির পাশে রূপের খনি
রূপে অপরূপ সিন্ধু।
প্রাতঃকালে নদীর তীরে
দোলে শুভ্র কাশফুল,
শিউলি তলায় মন মাতায়
গন্ধে করে আকুল।
সকালে স্নিগ্ধ হাওয়া
দোলা দিয়ে যায় মনে,
ঋতুর রানী শরৎকালে
উদাস প্রতিক্ষণে।
অনন্যা/এসএএস