পাখির ছড়া
রোজ সকালে বেলকোনিতে
শিস দিয়ে যায় দোয়েল,
মুগ্ধ হয়ে কান পেতে দেয়
খাঁচার পোষা কোয়েল।
গাঙ শালিকের পাড়ায় যখন
কাশের মেলা বসে,
দুধ-সাদা বক কাশ-শাদাতে
বেরায় চষে চষে।
বুলবুলিটা ঘুলঘুলিতে
নাচায় মাথার ঝুঁটি,
তাই না দেখে ধান শালিকে
হাসে কুটিকুটি।