Skip to content

১লা ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৬ই অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

পাখির ছড়া

রোজ সকালে বেলকোনিতে
শিস দিয়ে যায় দোয়েল,
মুগ্ধ হয়ে কান পেতে দেয়
খাঁচার পোষা কোয়েল।

গাঙ শালিকের পাড়ায় যখন
কাশের মেলা বসে,
দুধ-সাদা বক কাশ-শাদাতে
বেরায় চষে চষে।

বুলবুলিটা ঘুলঘুলিতে
নাচায় মাথার ঝুঁটি,
তাই না দেখে ধান শালিকে
হাসে কুটিকুটি।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ