অস্থায়ী বসতি
সুউচ্চ ভবনের সবচেয়ে উপরতলায় থাকি
বিগত শতাব্দীর লিফটবিহীন আধুনিক বাসা
প্রতিদিন ডুবুজাহাজে করে নেমে যাই সমুদ্রের অতলে
যেখানে আমার নিজস্ব চারণভূমি,
দিনশেষে বাতাসের সিঁড়ি বেয়ে আকাশের ওপরে উঠি
যেখানে আমার অস্থায়ী বসতি
এবং মেঘ, সূর্য, চাঁদ ও নক্ষত্রেরা খুব কাছের প্রতিবেশী।
আমাদের ভবনের প্রতিটি একক পরিবার
যেন এক সমুদ্রের বুকে এক একটি বিচ্ছিন্ন দ্বীপ
সম্পর্কের জাহাজে চড়ে ঢেউয়ের ঘূর্ণি পার হয়ে
আমরা কেউ এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে পারি না।
অনন্যা/এসএএস