শীতের পাখি
প্রতি বছর শীতল হাওয়া
একটু যখন হাসে,
বিদেশ থেকে সোনার দেশে
শীতের পাখি আসে।
ছোট্ট ডানায় ভেসে ভেসে
হাজার মাইল দূরে-
অবাক লাগে কেমন করে
আসে তারা উড়ে!
হাওর-নদী খালে-বিলে
বন-বাদাড়ের পাশে-
শীত যতদিন ঠিক ততদিন
থাকতে ভালোবাসে।
হারায় তারা বাংলাদেশের
রূপ-প্রকৃতির ভিড়ে,
শীতের শেষে যায় উড়ে ফের
তাদের আপন নীড়ে।