Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘুড়ি

উড়াই ঘুড়ি মনের মতো 
ওই আকাশের পানে,
বদ-হাওয়া'টা কাটবে সুতা
কখন কেউ না জানে।

 

ঘুড়ি যেমন জীবন তেমন
সচল বায়ুর তরে,
নাটাই হাতে স্বয়ং প্রভু
খেলছে আপন ঘরে।

 

প্রাণ-পাখিটা এই ধরাতে
যতই করুক মেলা,
সময় হলে বিধির ডাকে
ছাড়ে ভবের ভেলা।

 

ঘুড়ির মতই ঘুরছে মানুষ
এই দুনিয়ার পাটে,
সৃষ্টি-সুতা হলে ছিন্ন
যাত্রী বিদায়-খাটে।

 

ঘুড়ি উড়ে পবন-জোরে
মানব জিন্দা শ্বাসে,
দম ফুরালে বসত গোরে
কে'বা কয় দিন আসে?

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ