নববর্ষের প্রার্থনা
আসন্ন নববর্ষের দিনে
একটি ভাইরাস ও যুদ্ধমুক্ত বিশ্বের প্রার্থনা
একটি ইতিবাচক এবং মানবিক পৃথিবীর কামনা
ধর্মান্ধতা নয় জঙ্গিবাদ নয়
সম্পূর্ণ সংঘর্ষ মুক্ত ন্যায়ের সমাজ চাই ,
কোন ধর্ষণের ঘটনা নয়
আর কোন অনিচ্ছাকৃত মৃত্যু নয়
কারো জন্য কোনো দুঃখজনক ঘটনা নয়
বন্ধু আত্মীয় প্রতিবেশী সকলের জন্য
সুখ সমৃদ্ধি ও শান্তির বসুন্ধরা ।