একদিন আমি হারিয়ে যাবো

ছবিঃ সংগৃহীত
একদিন আমিও হারিয়ে যাবো জীবনের নিয়মে-
ভুলে যাবে তোমরা আমার রেখে যাওয়া চিহ্ন
রেখে যাওয়া স্মৃতিগুলো মুছে যাবে অযত্নে অবহেলায়
তোমাদের ধ্যান জ্ঞানে আবার শুরু হবে নতুন অধ্যায়।
যাপিত জীবনের কলঙ্কগুলো ভুলে যেও ক্ষমায়-
অর্জিত সুন্দর রেখে দিও পরবর্তী প্রজন্মের জন্য
আমার ভুল থেকে শিখে নিও ভালো মন্দের সূত্র
আমার রেখে যাওয়া পুণ্য হোক সম্মুখ চলার মন্ত্র।
একদিন তোমাকেও যেতে হবে নির্দিষ্ট ঠিকানায়-
যেখানে কর্ম ধর্মের বিচার হবে কর্তার আস্তানায়
ধ্যানে জ্ঞানে কখনো তোমরা করিও না বিন্দু ভুল
হিসাবের খাতায় গড়মিল হলে দিতে হবে মাশুল।