Skip to content

৪ঠা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | রবিবার | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নারী-পুরুষ সবাইকে সমানভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে বেগম রোকেয়া দিবস উদযাপন ও বেগম রোকেয়া পদক ২০২০ প্রদান অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী নারীদের নেতৃত্বে থাকার আহ্বান করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন ‘আমরা চাই তৃণমূল পর্যায় থেকে নারীরা নেতৃত্বে থাকুন। কেননা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নারী-পুরুষ সবাইকে সমানভাবে কাজ করতে হবে।’

 

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নারী-পুরুষ সবাইকে সমানভাবে কাজ করতে হবে উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের স্থানীয় সরকার আইনে সুনির্দিষ্টভাবে মেয়েদের জন্য সংরক্ষিত পদ সৃষ্টি করা হয়েছে। একেবারে গ্রাম থেকে অর্থাৎ তৃণমূল থেকে নারী নেতৃত্ব যেন গড়ে ওঠে।’

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তৃণমূল থেকে নারী নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে স্থানীয় সরকার আইনে গ্রাম থেকে অর্থাৎ তৃণমূল থেকে নারী নেতৃত্বের সুযোগ রাখা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আজকে আমাদের মেয়েরা অনেক এগিয়ে গেছে। আমরা চাই আমাদের দেশের মেয়েরা সমানভাবে এগিয়ে যাক। কারণ বেগম রোকেয়াই আমাদের পথ দেখিয়ে গেছেন।’

 

বঙ্গবন্ধু কন্যা আরো বলেন, ‘আজ মহীয়সী নারী, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মদিন। আমার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলেরও জন্মদিন। আপনারা সায়মার জন্য দোয়া করবেন। সে অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করছে। তার উদ্যোগে জাতিসংঘে একটা রেজুলেশন পাস হয়েছিল। তাছাড়া পুতুলের তৎপরতায় মানুষ এবং বিভিন্ন কমিউনিটি ও এলাকায় সচেতনতা সৃষ্টি হয়েছে।’

 

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা হেল্প লাইন চালু করেছি। ৯৯৯-এ কল করলে পুলিশের সাহায্য পাওয়া যায়। এভাবে বিভিন্নভাবে সহযোগিতা করার পদক্ষেপ নিচ্ছি, যাতে সমাজে নারীরা নির্যাতিত না হন।’ নারীরা যাতে পেশাগত জায়গায় ভালো করতে পারেন, নারী-পুরুষ সমানভাবে কাজ করতে পারেন, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ