আষাঢ়
আষাঢ় আসে বর্ষাকালে
মেঘের তরী বেয়ে
টাপুরটুপুর নূপুর পরে
বৃষ্টি নামের মেয়ে।
আষাঢ় মাসে মধুর হাসে
কদম কেয়া ফুলে
মেঘের ভেলা উড়ে বেড়ায়
দীঘল কালো চুলে।
আষাঢ় মাসে পদ্ম ভাসে
জলে ভরে ডোবা
শাপলা-ফুলের রাঙা হাসি
কী যে মনোলোভা।
আষাঢ় মাসে নৌকা ভাসে
ভরানদীর জলে
মাঝির কণ্ঠে ভাটিয়ালি
শুনে পরান গলে।
আষাঢ় আসে বৃষ্টি নিয়ে
আষাঢ় মানে বর্ষা
বাংলা মাকে ধুয়ে মুছে
আষাঢ় করে ফর্সা।