একটা একুশ
একটা একুশ দেশকে দিয়েছে
রক্তের দামে ভাষা,
মিছিলে, শ্লোগানে রাঙা রাজপথে
বাঙালির কাঁদা-হাসা।
একটা একুশ শিখিয়ে দিয়েছে
মাথা উঁচু করে রাখা,
সবুজের বুকে টুকটুকে লাল
পতাকার ছবি আঁকা।
একটা একুশ মাখিয়ে দিয়েছে
শিমুল, পলাশে লাল,
গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধে
বেঁচে রবে চিরকাল।
একটা একুশ বাঁকিয়ে দিয়েছে
বাংলার গতিপথ,
জাতীয় বিবেক ভেঙে দিতে পারে
নাই কারো হিম্মত।
একটা একুশ কাঁপিয়ে দিয়েছে
শাসকের শাহী গদি,
সেই একুশের চেতনা হৃদয়ে
ধরে রাখি নিরবধি।