চৈতি রোদ

চৈতি রোদে ওষ্ঠাগত
ঐ কৃষকের প্রাণ
সোনা-মাটি চষে বুনে
নানা রকম ধান।
লতা পুড়ে পাতা পুড়ে
শুঁকায় পথের ঘাস
হাঁটু পানি তেতে গিয়ে
জলায় মরে মাছ।
চৈতি দুপুর অলসভরা
ক্লান্ত পাখির ডানা
নীড়ে বসে থাকে পাখি
উড়তে ওদের মানা।
আহমাদ কাউসার প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ০৩:৫৯ পিএম
চৈতি রোদে ওষ্ঠাগত
ঐ কৃষকের প্রাণ
সোনা-মাটি চষে বুনে
নানা রকম ধান।
লতা পুড়ে পাতা পুড়ে
শুঁকায় পথের ঘাস
হাঁটু পানি তেতে গিয়ে
জলায় মরে মাছ।
চৈতি দুপুর অলসভরা
ক্লান্ত পাখির ডানা
নীড়ে বসে থাকে পাখি
উড়তে ওদের মানা।