Skip to content

১লা ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৬ই অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

তোমার ভাষণ

তোমার ভাষণ নয় যে তোষণ
স্বাধীনতার ঘোষণা
গর্জে ওঠে বাঙালি সব
ভুলে সকল বঞ্চনা।

লাখো মানুষ জুটলো এসে
রেসকোর্সের ঐ ময়দানে
দেশের জন্য এক হয়ে সব
শত্রুর বুকে তীর হানে।

একের পর এক বিদ্ধ হলো
কেউবা পালায় ভয়েতে
বিশ্ব তাকায় অবাক চোখে
বাংলা মায়ের জয়েতে।

তোমার ভাষণ পথ দেখালো
মন রাঙালো বাঙালির
যুদ্ধে লড়ে বীরের জাতি
ফিরে পেলো স্বাধীন নীড়।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ