স্পর্শে অনুভব
বৃষ্টির ফোটা হাতে স্পর্শ করতেই মনের মধ্যে এক অপূর্ব অনুভূতি জেগে ওঠে
দক্ষিণ থেকে কালিদাসের মেঘদূত নিয়ে আসে তোমার খবর ।
আমি আমার অবয়বে মেখে দেই বৃষ্টির কণাগুলো
তখন আমাকে নিয়ে যাও অনিন্দ্য এক মুহূর্তে।
শরতের জোছনা মাখি আমার সারা শরীরে
তখন আমার শুভ্র স্বপ্নগুলো উড়ে যায় দূর দিগন্তে
প্রজাপতি হয়ে উড়াউড়ি করে সবুজ প্রান্তরে।