Skip to content

এবার ভাঁজ করা যাবে আইফোন!

এবার ভাঁজ করা যাবে আইফোন!

একটি স্মার্টফোনের মাধ্যমে পুরো বিশ্ব চলে আসে প্রতিটি মানুষের হাতের মুঠোয়। বিজ্ঞান প্রতিনিয়ত উন্নতি সাধন করছে। আর তার ছোঁয়া লেগেছে স্মার্টফোনেও। বর্তমানে গ্রাহকদের আগ্রহ বাড়ছে ভাঁজ করা স্মার্টফোনের দিকে। আর তাই গ্রাহকদের কথা মাথায় রেখে ভাঁজ করে পকেটে রাখা যায় এমন ফোন বাজারে ছাড়তে শুরু করেছে স্মার্টফোন নির্মাতারা। আর এই তালিকায় পিছিয়ে নেই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেল। অ্যাপেল তাদের আইফোনগুলো চীনের কারখানায় তৈরী করে থাকে। তাই চীনের ইকোনমিক ডেইলি নিউজের প্রতিবেদনে বলেছে, ভাঁজ করা সুবিধাসম্পন্ন আইফোন ২০২২ সাল নাগাদ বাজারে ছাড়তে পারে অ্যাপেল। অ্যাপেল সম্প্রতি তাদের ফোন্ডেবল আইফোনের কিছু ইউনিট তাদের আইফোন সংযোজন সহযোগী ফক্সকনের কাছে পাঠিয়েছে। অ্যাপেলের মূল লক্ষ্য হচ্ছে ভাঁজ করা সুবিধাসম্পন্ন আইফোনের চূড়ান্ত সংস্করণ ২০২২ সালের সেপ্টেম্বর নাগাদ বাজারে ছাড়ার। 

ম্যাকবুক প্রো উৎপাদনের আগে ২০-৩০ হাজার বার খুলে ও বন্ধ করে দেখা হয়। ভাঁজ করা আইফোনের ক্ষেত্রেও অ্যাপেলের পক্ষ থেকে ফক্সকনকে প্রায় ১ লক্ষ বার খুলে ও বন্ধ করে দেখতে বলা হয়েছে।