Skip to content

১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ফের ইরান!

অর্থনৈতিক টালমাটাল অবস্থায় কোন রাষ্ট্র তাদের দেশের সামরিক ব্যবস্থাকে এতোটাই সমৃদ্ধ করে চলেছে যাহ ইতিহাসে বিরল।বিভিন্ন নিষেধাজ্ঞা এবং বিভিন্ন আভ্যন্তরীণ সংকটের মাঝে ইরান তাদের দেশের সামরিক খাতটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।তবে দেশটি রচনা করলো এক নতুন অধ্যায়। 

 

মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রবল চাপের মধ্যেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরসাদ-১৬ এর সফল পরীক্ষা চালিয়েছে ইরান।

 

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টেনে ধরতে মরিয়া যুক্তরাষ্ট্র। কিন্তু এসবের মধ্যেও থেমে নেই ইরান।

 

দেশটির সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিষয়ক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ ইউসুফি খুশকালব বলেন, ইরানি বিশেষজ্ঞরা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এই প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করেছেন। এটি ইলেক্ট্রনিক যুদ্ধ মোকাবিলার পাশাপাশি একই সময়ে কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম।

 

নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি নিচু দিয়ে উড়ে যাওয়া উচ্চ গতির নানা মডেলের ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে।

 

প্রতিরক্ষা ব্যবস্থা সকলেই উন্নয়ন করতে চায় দেশের স্বার্থে। ইরানের সামরিক সক্ষমতা তারা ধীরে ধীরে চূড়ান্ত পর্যায় নিয়ে যাচ্ছে। তবে দেখার বিষয় উক্ত প্রযুক্তির মাধ্যমে তারা কতটা সফলতা পেতে পারে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ