বাংলাদেশে প্রথম টিকা নিয়েছেন রুনু ভেরোনিকা!
মহামারীর এই দীর্ঘ সময়ে ভ্যাকসিনের স্বপ্ন এখন হাতের মুঠোয়। নানা টানাপোড়েন শেষে ভ্যাকসিন পৌঁছে গেছে বাংলাদেশেও। তবে সংকট ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে।কে নেবে কে নেবে না, আদৌও নেবে কিনা, সব স্তরের মানুষ ভ্যাকসিন পাবে কিনা, এমন হাজারো আলোচনা সমালোচনার পরে প্রথমেই ভ্যাকসিন নিয়েছেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। দেশের ইতিহাসে তিনিই নিয়েছেন প্রথম টিকা।
তিনি জানান, স্বেচ্ছায় সর্বপ্রথম টিকা নিয়ে দেশের মানুষকে উৎসাহ যোগাতে চান তিনি। টিকা গ্রহণের পূর্বে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।
দেশের জন্য যখন কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে, তখন স্বেচ্ছায় এগিয়ে এসেছেন রুনু ভেরোনিকা কস্তা। করোনা যখন দেশে আসে তখন মানুষ এক কথায় নিরাশ ছিল, একজন নার্স হিসেবে তখন মনে মনে ভয় পেলেও নিজেই মনবল তৈরি করেছেন।
একজন নারী হিসেবে সর্বপ্রথম করোনার টিকা নেওয়ায় দেশের ইতিহাসে সাহসের দৃষ্টান্ত হয়ে থাকবেন রুনু ভেরোনিকা।