Skip to content

২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাবার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন ছেলে

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক  স্বাধীনতা পুরস্কার-২০২১ প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে এক অনুষ্ঠানে নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। 

 

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য চারজন মরণোত্তর এ পুরস্কার পান। তারা হলেন- আহসান উল্লাহ মাস্টার, এ কে এম ফজলুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল খুরশীদ আহমেদ, আখতারুজ্জামান চৌধুরী বাবু। ‌

 

মৃত আহসান উল্লাহ মাস্টারের পক্ষে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক এ পুরস্কার গ্রহণ করে তার ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার পিতা বীর মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মাস্টারকে স্বাধীনতা পুরস্কার ২০২১ প্রদান করায় মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

এছাড়াও স্বাধীনতা পুরস্কার-২০২১পেয়েছেন,   বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মৃন্ময় গুহ নিয়োগী, সাহিত্যে মহাদেব সাহা, সংস্কৃতিতে আতাউর রহমান, গাজী মাজহারুল আনোয়ার, সমাজ সেবায় অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।আর গবেষণা ও প্রশিক্ষণে অবদান রাখায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পেয়েছে স্বাধীনতা পুরস্কার।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ