রেকর্ড গড়ে মিয়ামি ওপেন জিতলেন ইসনার
জয়ের ধারাবাহিকতা ধরে রাখলেন জন ইসনার। মিয়ামি ওপেনের ফাইনালে আলেকজান্ডার জাভরেভকে হারিয়ে দোর্দণ্ড প্রতাপে শিরোপা জিতলেন তিনি।
শিরোপার লড়াইয়ে ক্যান্ডন পার্কে মুখোমুখি হন ইসনার-জাভরেভ; যেখানে জার্মান প্রতিদ্বন্দ্বীকে ৬-৭, ৬-৪, ৬-৪ গেমে পরাভূত করেন মার্কিন টেনিস সেনসেশন।
এ নিয়ে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো মাস্টার্সের শিরোপা জিতলেন ইসনার। এর সুবাদে বিশ্ব টেনিস র্যাংকিংয়ের নবম স্থানে উঠে গেছেন তিনি।
এ জয়ে অনন্য রেকর্ড গড়েছেন ৩২ বছর বয়সী তারকা। এখন তিনিই মিয়ামি ওপেনজয়ী সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়।
প্রথমবারের মতো মিয়ামি জয়ের পর অজস্র অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন ইসনার। জাভরেভ নিজেই তাকে স্বীকৃতি দিয়েছেন, তুমি ১০০টি মাস্টার্স জয়ের যোগ্য।
স্কাই স্পোর্টস পণ্ডিত গ্রেগ রুসেদস্কি তো একধাপ এগিয়েবিরাট স্বীকৃতি দিয়েছেন মিয়ামি ওপেন চ্যাম্পিয়নকে। তাকে ক্লে কোর্টে অদম্য বলে কিংবদন্তিরাফায়েল নাদালের সঙ্গে তুলনা করেছেন তিনি।