Skip to content

২৯শে মে, ২০২৩ খ্রিষ্টাব্দ | সোমবার | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রিয় স্বদেশ

সবুজ-শ্যামল বাংলা আমার
ফুল-ফসলের যৌথ খামার
অলি-ভ্রমর প্রজাপতি
উড়ে সারাক্ষণ,
পাখপাখালির গানের সুরে
যায় হারিয়ে মন।

 

নদীনালা খালে-বিলে
হরেক মাছের দেখা মিলে
সাগর-জুড়ে বিচিত্র সব
প্রাণীর চলে খেলা, 
জলের বুকে ভাসায় কিশোর
কলাগাছের ভেলা।

 

না ফেলে দুই চোখের পলক
বাংলামায়ের রূপের ঝলক
যতই দেখি ভালো লাগে
হয় না দেখার শেষ,
সকল দেশের রাণী প্রিয়
স্বপ্ন সোনার দেশ।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ