ঝরাপাতার গান
সবুজ পাতার সুখ বসন্ত থাকে কতদিন?
শীতের শেষে পাতা গুনে ঝরে পড়ার দিন।
বুকের ভেতর বিচ্ছেদ চলে বোটাখসা শোক
শিশির কণা শোনায় তারে বিয়োগান্ত শ্লোক।
গাছের ডালে হলদে পাতা- লালচে হয়ে ঝরে
ঝরাপাতার বিয়োগ ব্যথায় গাছ কি কভু মরে?
ঝরাপাতা যায় পেরিয়ে নিজের গাছের ছায়া
নতুন পাতা রৌদ্রস্নানে মুছে অতীত মায়া।
কুড়ানিরা পাতা কুড়ায়; পোড়ায় ছাইয়ের দামে,
কেউ কি লিখে পাতার নামটা- মায়ার প্রিয় খামে?