মায়াবতী
কোন এক বসন্তের পরন্ত বিকেল
সূর্যর্টা আহ্লাদে ঢলে পড়েছে পশ্চিমাকাশে,
মাঝে মাঝে কোকিলের কহুতান
একজোড়া আঁখি চেয়ে আছে অপলক
অমন করে কি দেখছো মায়াবতী?
নয়নে যে অথৈই মায়ার সমুদ্র-
রাশি রাশি ঢেউ খেলে
দেখছি মন ভরে কূল কিনারা কোথায়।
নক্ষত্রের পিছে দৌড়ে কি
কেউ নক্ষত্র গুনতে পেরেছে মায়াবতী?
আকাশটা সুন্দর সীমাহীন বলে
জানিনা তোমার প্রতি এত টান কিসের
বৃথা আশায় কেন মায়ার আয়োজন?
অপেক্ষায় রইবো ঐ নয়নে আবার –
আসুক বসন্তের ঢেউ ফুটুক কৃষ্ণচূড়া,
কিছু বৃথা অপেক্ষায় হয়তো অন্তহীন সুখ ভরা।।