মানুষের সন্ধানে কনক কুমার প্রামানিক প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৩:৪৫ পিএম স্বার্থপর দুনিয়াতেমানুষ কারে কয়,পরের দূঃখে কাঁদেনামানুষ সে তো নয়।মানুষের বড়ই অভাবএ জামানার পরে,মুখোশধারী মানুষ আছেপ্রত্যেক ঘরে ঘরে।সৎ মানুষ পাওয়া ভারখুঁজে পথে ঘাটে,নামধারীদের দেখা মেলেমানুষ না জোটে। Share