পনেরোই আগস্ট
আগস্ট মাসে পনেরোই
নেমে ছিলো আধার,
সারা দেশে শোক হা হা কার
বান ডেকেছে কাঁদার।
খোকা আজ তোমাকে খুব যে
বারবার মনে পরে,
তুমি ছিলি বাংলা মায়ের
কোলে আলো করে।
আজো তোমাকে খুব দরকার
সোনার বাংলার নীড়ে,
পরে আছে কতো যে কাজ
তোমাকে যে ঘিরে।
ফিরে আয় রে খোকা দুঃখী
মায়ের খালি বুকে,
মরছি আজো আমরা তোমার
হারানো যে শোকে।
দিন যে যাচ্ছে তার গতিতে
তার মতো যে করে,
বাংলার মানুষ ভুলে যায়নি
খোকার স্বপ্ন গড়ে।
অনন্যা/এসএএস