বীর বাঙালি কনক কুমার প্রামানিক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৫৪ পিএম · ২৫ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৫৪ পিএম বাঙালিরা যে বীরের জাতিঅকুতোভয় প্রাণ,জীবন দিয়ে রক্ষা করেবাংলা ভাষার মান। বায়ান্নতে ভাষার তরেবুকের রক্ত দেয়,একাত্তরে প্রাণ বাজিতেমুক্তি ছিনিয়ে নেয়। বিশ্বময় ছড়িয়ে পড়েজয়ের এ ইতিহাস,ছিনিয়ে আনে স্বাধীনতামুক্তির নাগপাশ। Share