মহামান্যের সাক্ষ্য
আমি একজন তথাকথিত মহামান্য
সাক্ষ্য দিচ্ছি যে-
আমি একজন লুটেরা
আমিই রক্ত পিপাসু জল্লাদ;
আমিই চাকর হয়েও মনিবের মতো তোমায় করছি শোষণ
আমিই আবার চাটুকার সেজে করছি পদলেহন।
আমিই দুর্বৃত্তায়নের মুল হোতা
আমিই শিশুর অনাবিল হাসি কেড়ে নেওয়ার প্রধান বাজিকর
আমিই দায়িত্ব অবহেলার জন্য পুরস্কৃত একজন অনুচর
আমি-ই রাজনীতিবিদ আবার;
আমিই সত্যের বুকে পদাঘাত করি
আমিই তোমাকে সাজ ঘরের রাজা বানাই বারবার।
আমিই তোমাকে তোমার হতে পৃথক করার ষড়যন্ত্রকারী
আমিই রাজশ্রীর ঘরে আগুন লাগিয়ে ফায়দা লুটার অপেক্ষায় থাকি;
আমিই ধর্মের নামে মানবতাকে ধরছি গলা টিপে
আমিই আবার মানবিক সেজে আসছি তোমার পিছে
আমিই ধর্ষিতাকে তিরস্কার করে ধর্ষককে করি নেতা
আমিই প্রেমের নামে লুটেপুটে খাই, সংশয় টানি যথা।
আমিই সব অমঙ্গলকে ডেকে আনি মঙ্গলের বিনাশ হেতু
আমার কারণেই বিনাশ হচ্ছে অর্থ, সম্মান, আর সেতু
আমিই রাজনীতিকে কলুষিত করার মূখ্য কুশীলব
আমিই কেবল তোমাকে ডুবাই; আবার আমিই তোমার সব।
এতোকিছুর পরেও বলবে আমি কে?
দ্যাখো, আমি থাকি তোমার পাশে ধামাধরার বেশে।