Skip to content

কফি খান মেদ ঝরান

কফি খান মেদ ঝরান

কফিকে মেদ কমানোয় কার্যকরী হিসেবে চিহ্নিত করছেন পুষ্টিবিদরা। তবে তা অবশ্যই কোনোরকম দুধ, চিনি বা ক্রিম ছাড়া ব্ল্যাক কফি। সকালে খালি পেটে এক কাপ কফি খেলে পেটের মেদ ও শরীরের অতিরিক্ত চর্বি কমায়। 

 

বিভিন্ন গবেষণা মতে, কফি খেলে ওজন কমে যায়৷ খাবার খাওয়ার আগে এক কাপ ব্ল্যাক কফি খেলে অল্প  খাবারেই পেট ভরে যায়। ব্যায়ামের আগে বা পরে খেলে চর্বি ঝরার হার বেড়ে যায়।

 

কফিতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট বিশেষ করে পলিফেনলের প্রভাবে শরীরে প্রদাহের প্রবণতা কমে৷ পাশাপাশি  বিভিন্ন রোগের আশঙ্কাও কমে।  

 

দিনে ৩–৪ কাপ খেলে (৭২০–৯০০ মিলি), ডায়াবেটিস, হৃদরোগ, লিভার ক্যানসার ও পার্কিনসন এসব রোগের আশঙ্কা কমে৷ কফির সাথে ডায়েটের অন্যান্য নিয়ম মেনে খাবার খেলে বাড়তি চর্বি ঝরে অতিরিক্ত ওজন কমে। 

 

সাথে হোল গ্রেন, শাক–সবব্জি–ফল এসব ফাইবারযুক্ত খাবার খান। এসব খাবারে ফাইবার থাকে বলে অল্প খেলেই পেট ভরে যায় ও বেশি ক্ষণ ভরা থাকে৷ এমনকি এসব খাবারে ক্যালোরি কম, পুষ্টি বেশি৷ ফলে  ওজন কমে আসা সহজ হয়।