ভয়ের রাজ্য
কোনো কিছুর ভয় নেইকো
কে আছে ভাই এমন,
মনের মধ্যে বাসা বাঁধলে
সরবে সে আর কখন?
খুকির ভয় আরশোলাতে
খোকার কুকুর সাপে,
মায়ের ভয় পাগল দেখে
সৎ লোকের পাপে।
ছাত্রীর ভয় বখাটেদের
অন্ধের পারাপারে,
নেতায় ঐ পিস্তলে ভীত
নল ঠেকালে ঘাড়ে।
সন্ত্রাসীর ভয় সবখানে
জীবনটা ঝুঁকিময়,
দেশ চলছে আপন পথে
মানুষের মনে ভয়।
ভয়ের রাজ্যে বাস করছি
মনে সহস্র ভয়,
কটা দিন পার করে দাও
ওগো প্রভু দয়াময়।
অনন্যা/এসএএস