Skip to content

২০শে জানুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | সোমবার | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

অলৌকিক ভ্রমণ

ঘুমের লগনে গিয়েছি ভ্রমণে
পবন করিয়া যান,
পাহাড়ের কান্না পাথরে শুনেছি
সাগরে দেখেছি বান।

তারকারাজি গগনে দেখেছি
দূষণে গিয়েছে ঢেকে,
ঠিক তক্ষুনি ধরণীতে দেখি
গাছগুলো কেটে যায় কে কে?

ঘুরিতে ঘুরিতে দেখিতে গেলাম
মৃতরা কতখানি সুখী,
ধর্ষিত মৃতদের অনশন আমাতে
ধূমকেতুর শতমুখী।

আত্ম চিৎকারে তক্ষুনি আমি
বসিলাম তটিনী-র তীরে,
প্রকৃতি আমাকে ভৎসনা করিলো
ফিরে যাবে বল কোন নীড়ে?

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ