বিদ্যালয় খুলেছে
সবাই মিলে চল এবার
বিদ্যালয়ে যাই
বছর তিনেক বন্ধ থাকায়,
বই খাতা আর কলম কোথায়
কিছুই মনে নাই।
জামা কাপড় প্যান্ট জুতো আর
ব্যাগ রয়েছে পরে
মনের ভুলেও দেখিনি কভু
হাত দিয়ে ওসব ধরে।
ব্যস্ত ছিলাম সারা বেলা
ফেইসবুক টুইটারে
খুলেছে স্কুলের দরজা
শুনেই মাথা ঘুরে।