মানবতার হাত
শীত এসেছে শীত এসেছে ভীষণ রকম
তোমরা যখন কম্বল লেপে নিতেছো ওম
তখন দেখো পথের শিশু শীতে কাপে
শীতের সাথে যুদ্ধ করে জেগে থাকে।
তোমরা যখন শীতের দিনে করো উৎসব
পিঠা পুলি পায়েস কত ভোজনোৎসব
চেয়ে দেখো পথের মাঝে পথ শিশু
অনাহারে, ছেড়েছে কি ওদের যিশু?
মানবতার যত কথা বইয়ের ভাঁজে
মৌল অধিকারের কথা খুব বাজে
মানবতা হেঁটে বেড়ায় অট্টালিকায়
এখানে যেন নিস্তব্ধ নেই তালিকায়।
পারিনা কি মানবতার হাত বাড়াতে?
শীতার্তকে শীতের বস্ত্র ওমটা দিতে?
পারিনা কি ক্ষুধার্তকে খাদ্য দিতে
সুখে দুখে মানুষ হয়ে পাশে থাকতে?