Skip to content

২০শে আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ | শনিবার | ৫ই ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ

প্রিসিলা

প্রিসিলা নামের মেয়ে
কাজে মানবিক,
কথার চেয়েও কাজ
করে যে অধিক।

সুন্দর সমাজের
তরে করে কাজ,
নিজ ভালো মন্দের
করে না তো জাজ।

অসহায় মানুষের
পাশে সদা রয়,
অযথাই এ মেয়ের
কাটে না সময়।

দেশের জন্যে সে যে
কাজ করে যায়,
উপকার পায় জাতি
তাঁর উসিলায়।

অনন্যা/এসএএস