প্রিসিলা

প্রিসিলা নামের মেয়ে
কাজে মানবিক,
কথার চেয়েও কাজ
করে যে অধিক।
সুন্দর সমাজের
তরে করে কাজ,
নিজ ভালো মন্দের
করে না তো জাজ।
অসহায় মানুষের
পাশে সদা রয়,
অযথাই এ মেয়ের
কাটে না সময়।
দেশের জন্যে সে যে
কাজ করে যায়,
উপকার পায় জাতি
তাঁর উসিলায়।
অনন্যা/এসএএস