Skip to content

২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আর ফেরা হলো না

অবশেষে
আর ফেরা হলো না।
পথের বাঁকে চপল পদধ্বনি
মহুয়ার বনে মাতাল গন্ধ,
উর্বশীর ঠোঁটে উন্মাতাল ঢেউ
স্মৃতির জলছাপে আদুরে মুখ,
তবুও আর ফেরা হলো না!
সময়ের কশাঘাতে দীর্ঘ হয় রাত
ঝরে পড়ে পায়রার শুভ্র পালক।

সম্মুখে বিছানো আগুন পাথর
কাব্যিক উঠোনে বিপ্লবী হাওয়া
রক্তাক্ত হয় যৌক্তিক চাওয়াগুলো।
উষ্ণসময়ের ব্যালকনিতে দাঁড়িয়ে
গায়ে জড়িয়ে রেখেছি বরফচাদর,
অযৌক্তিক চোখের অগ্নি দহনে
একদিন জ্বলেপুড়ে হব আগুনপাখি।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ