সহযাত্রী

নাইবা হলাম সহযাত্রী
চোখের ভাষা বুঝি
উদাস মনের বাউল হয়ে
তাইতো তোমায় খুঁজি।
খুঁজি তোমায় হাট-বাজারে
খুঁজি গহীন বনে
তোমায় সখি কাছে পাইতে
ইচ্ছা জাগে মনে।
তোমার কথা ভেবে ভেবে
পাড় করে দেই রাত্রি
এই জীবনে হতে যদি
আমার সহযাত্রী।
এনাম আনন্দ প্রকাশ: ৪ আগস্ট ২০২১, ০৪:৪০ পিএম
নাইবা হলাম সহযাত্রী
চোখের ভাষা বুঝি
উদাস মনের বাউল হয়ে
তাইতো তোমায় খুঁজি।
খুঁজি তোমায় হাট-বাজারে
খুঁজি গহীন বনে
তোমায় সখি কাছে পাইতে
ইচ্ছা জাগে মনে।
তোমার কথা ভেবে ভেবে
পাড় করে দেই রাত্রি
এই জীবনে হতে যদি
আমার সহযাত্রী।