Skip to content

৩০শে মে, ২০২৩ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সহযাত্রী

নাইবা হলাম সহযাত্রী
চোখের ভাষা বুঝি
উদাস মনের বাউল হয়ে
তাইতো তোমায় খুঁজি।

 

খুঁজি তোমায় হাট-বাজারে
খুঁজি গহীন বনে
তোমায় সখি কাছে পাইতে
ইচ্ছা জাগে মনে।

 

তোমার কথা ভেবে ভেবে
পাড় করে দেই রাত্রি
এই জীবনে হতে যদি
আমার সহযাত্রী। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ