জীবনের লক্ষ্য
শিক্ষক ক্লাসে নিতুকে সেদিন প্রশ্ন করেন এসে-
বড় হয়ে তুমি কি হতে চাইবে বলোতো একটু হেসে?
নিতু বলে- স্যার, বড় হয়ে আমি হতে চাই খুব ধনী,
আমার থাকবে দামী বাড়ী-গাড়ি, থাকবে টাকার খনি।
এরোপ্লেনও থাকবে আমার, মঙ্গলে নেবো জমি,
আমার স্বপ্ন সাধ-আহ্লাদ রয়েছে অনেক কমই।
উত্তর শুনে বিরক্ত হয়ে বলল তখন স্যার-
সংক্ষেপে বলো, বড় উত্তর নেই কোনো দরকার।
তারপরে স্যার হাবুলকে বলে- মনোযোগ দিয়ে শোনো,
সংক্ষেপে বলো তোমার জীবনে লক্ষ্য রয়েছে কোনো?
বলল হাবুল- একটি কথাই বলবো এখন আমি,
বড় হয়ে স্যার হতে চাই শুধু মিসেস নিতুর স্বামী।