সেতু নামের মেয়েটি
সেতু নামের মেয়েটি আজ সবুজ একটা শাড়ি পরেছে
খোঁপায় তার লাল ফুল
সেতু নামের মেয়েটি আজ জল রঙে ছবি এঁকেছে
নাকে নোলক, কানে দুল
একদিন স্বপ্ন ছিল তার, এপার ওপার,একসাথে বাঁধবে
পাহাড় প্রমাণ কাজ, সাঙ্গ করে আজ, বাস্তব
অপরূপ রূপ দেখতে, সঙ্গে,কে কে যাবে আজ
জলের ভাষায় লেখা হবে কবিতা, জলের ভাষায় স্তুতি আর স্তব
এক সে পদ্মা নদী, মেয়েটির মা
কলকল ছলছল জলরাশি, উথাল পাথাল গা
তরঙ্গ তার উন্মাদনা হয়ে শরীরে শরীরে
আমাকেও কবিতা লিখিয়ে নেয়, অতল হৃদয় ছুঁয়ে
সেতু নামের মেয়েটি, তাকে, বড় যে ভালোবাসি
পদ্মা আমারও মা, জলের তরঙ্গে, কাঁদি হাসি, মরি বাঁচি
আজ আকাশের সহস্র তারা, জলের বুকে,প্রদীপ হয়ে জ্বলবে
দিনের সূর্য সেতু, রাতের চন্দ্র, আমাদের ছেলেবেলার, সেই রূপকথার গল্প বলবে।