বিশ্ব কাঁপে বিশ্বকাপে
আসছে খেলা বিশ্বকাপ
চতুর্দিকে সে উত্তাপ
করতে পারি আঁচ,
কে কোন দলের সাপোর্টার
কে কোন দলের রিপোর্টার
চলছে সে সার্কাস।
ব্রাজিল নাকি আর্জেন্টিনা
জার্মানি বা স্পেন,
ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়ামও
তর্ক করে ফ্যান।
জিতবে কারা হারবে কারা
চলছে হিসাব-নিকাশ তার,
বিশ্ব কাঁপে বিশ্বকাপে
হচ্ছে আরও বিকাশ তার।