বঙ্গবন্ধু

কে বলেছে তুমি নেই তুমি মিশে আছ বাংলায়
বাংলার সবুজের ঘ্রাণে বাঙালির রক্তে মিশে
বাংলার ফুসফুসে তুমি আজও চালাও শ্বাস
বাঙালির চোখে দেখ বাংলার অপরূপ রূপ।
বাংলাদেশের অনুভবে আছ তুমি অনির্বাণ হয়ে
তবে কে বলেছে তুমি নেই তুমি আছো মুক্ত মঞ্চে
বাংলার তরুণের বজ্রকণ্ঠে শিরা উপশিরা রক্তে
পদ্মা যমুনা মেট্রো রেলে বাংলার স্বপ্নে মিশে।
বাংলার নিউরনে তুমি স্থায়ী স্বপ্ন সবুজের
তুমি যে বিবেক বাঙালির -বাংলার পিতা
কে বলেছে তুমি নেই তুমি আছ বাংলার মাটিতেই
বাংলার পাজরের হাড়ে বাঙালি মেরুদণ্ডে।
তুমি আবে হায়াতের জলে পেয়েছ অমরত্ব শরীর
যতদিন প্রবাহিত হবে বাংলার শিরা-উপশিরায়
ততদিন বাঁচবে বাংলা—সোনার বাংলাদেশ
তোমাকে সালাম বঙ্গবন্ধু—শেখ মুজিবুর রহমান।
অনন্যা/এসএএস