Skip to content

২রা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সর্বনাশা বন্যা

ছবিঃ সংগৃহীত

আমার গাঁয়ে বন্যা জলে
ভাসছে মানুষ জনে,
আশার আলোই সঙ্গী শুধু
এই বিপদের ক্ষণে।

আমার সাথেই খায়নি দুদিন
আমার প্রতিবেশী,
আমার ঘরের থেকেও জল
তাদের ঘরে বেশি।

এদিক ওদিক পানিই শুধু
পানির গড়া জালে,
কান্না করার সাধ্য নেই
এই প্লাবনের কালে।

প্রভুর প্রতি আর্জি আমার
রহম করো তুমি,
পানির তলায় ডুবছে ওগো
সবার বসত-ভূমি।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ