Skip to content

৫ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দ | বুধবার | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আশায় বসতি

বিষণ্ণ বলাকার ডানায় চেপে গোধূলিতে সন্ধ্যা নামে,
পঙ্কিলতার শৃঙ্খল ভেঙ্গে উদ্দাম শৈল্পিকতা ধরাধামে।
ভীষণ মন খারাপের বারান্দায় জীবনের সবটুকু দায়
শুষে নেয় মুখোশের আড়ালে লুকানো গোপন মায়ায়।

নিয়মের যাতাকলে বাঁধা কিছু অনিয়ন্ত্রিত গোলকধাঁধা,
বিহানে কাপুরুষ পরাজয়ের তিলকে মুখ লুকায় আধা!
নারীর রমনীয় মোহে আজন্ম তপস্যায় কোকিলার মন
পাতা ঝরা সাঁঝের বেলায় কিছু সাগর জলের আগমন।

আহ্লাদি অঘ্রাণে পাকা ধানে দোলা চালে নূপুরের ছন্দ
পূবালী বায়ুবয় খোলা আকাশের কিছু স্মৃতি মৃদুমন্দ।
কি যে শোভা কি যে মায়া মমতা জননীর বুক জুড়ে
ধানের মৌ মৌ গন্ধে যুবতী হৃদয় পোড়ে এমনি করে !

মধুরিমা প্রকৃতির কোলে সৌন্দর্যের অপূর্ব মধুচন্দ্রিমা
সে কি ভাই বলতে এই পথে চলতে সব পাবার উপমা।
নিসর্গের নিঃসঙ্গরাত্রি পেরিয়ে আসবে আলোর ভোর ,
শিশিরে বসুমতীচুমে ভাবনারভাতঘুমে খুলবে বন্ধ দোর।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ